বৃষ্টিতে ধুয়ে গেল নেদারল্যান্ডসের স্বপ্ন

বাংলাদেশের বিপক্ষে ৮ রানের হার দিয়ে শুরু হয়েছিল নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য ওমানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ডাচদের। কিন্তু ধর্মশালায় অবিরাম বৃষ্টি মাঠেই গড়াতে দিল না ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে নেদারল্যান্ডস ও ওমানকে।

বৃষ্টির কারণে মাঠে নামতে না পারায় শেষ হয়ে গেছে নেদারল্যান্ডসের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। দুই ম্যাচ শেষে ডাচদের ঘরে জমা হয়েছে মাত্র এক পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর ফলে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে ভালোমতোই লড়াইয়ে টিকে আছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ওমান।

ধর্মশালার মাঠে রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। বৃষ্টির কারণে এই ম্যাচটিও মাঠে গড়াবে কি না, তা নিয়েও আছে অনিশ্চয়তা। শেষপর্যন্ত সত্যিই ব্যাট-বলের লড়াই না হলে আয়ারল্যান্ডকেও বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। তখন ১৩ মার্চ নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হতে হবে বাংলাদেশ ও ওমানকে।



মন্তব্য চালু নেই