বৃষ্টিতে পানির তোড়ে ভেসে গেলো ৬ মাসের শিশু

গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে কলকাতার অনেক রাস্তাই ডুবে গেছে। উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকানো যায়, চারিদিকে শুধুই জলখেলি। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলও জলমগ্ন হয়ে পড়েছে।

অথচ দু’দিন আগে কলকাতায় নিকাশি ব্যবস্থা সন্তোষজনক বলে মন্তব্য করেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অথচ দু’দিনের মধ্যেই পানির তোড়ে ভেসে প্রাণ দিতে হলো ছয় মাসের এক শিশুকন্যাকে। মুক্তারাম বাবু স্ট্রিটের ফুটপাথে রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিল শিশুকন্যাটি।

জানা যায়, রাতে নাগাড়ে বৃষ্টিতে ফুটপাতের উপর পানি উঠে এসে ভাসিয়ে নিয়ে যায় শিশুটিকে। ঘুমের ঘোরে সেই ঘটনা টের পায়নি শিশুটির পরিবার।

Kolkataএদিকে পুলিশ জানায়, ঘটনার কয়েকঘণ্টা পার কিছুটা দূরে বিধান সরণির কাছে শিশুকন্যাটির দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।



মন্তব্য চালু নেই