বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতরের দেয়া রোববার সকাল ৯টা থেকে তিনদিনের পূর্বাভাসে একথা বলা হয়।

চট্রগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, বরিশার বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খূলনা বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অনত্র মাঝারি অবস্থায় রয়েছে।



মন্তব্য চালু নেই