বেঁচে নেই মা, দেহ আঁকড়ে হস্তীিশাবক (দেখুন নির্মম একটি দৃশ্য)

ণহীন মায়ের মৃতদেহ আগলে দাঁড়িয়ে রয়েছে সে। মায়ের দেহে উপরে গাছের ডাল পড়লে সরিয়েও দিচ্ছে। মায়ের মৃত্যুর পরে তামিলনাড়ুর কোয়েম্বাতুরে এক হস্তিশাবকের এই আচরণ অনেকেরই মন ভারী করে দিতে বাধ্য। মা যে তার ডাকে সারা দেবে না, এই সত্যিটা বোঝার মতো ক্ষমতা এখনও হয়নি তাঁর। একমাত্র অবলম্বন নিজের মাকে জাগানোর জন্য তাই ক্রমাগত চেষ্টা করে গিয়েছে সে। মায়ের সারা না পেয়ে একসময় দু’চোখ বেয়ে জল নেমে এসেছে।

অনলাইনে এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে থেকেই তা অনেকের নজরে এসেছে। স্থানীয় বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়ি বছর বয়সি হাতিটির অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে। কোয়েম্বাতুরের নারাসিপুরাম গ্রামে মঙ্গলবার সকালে হাতিটির মৃতদেহ পাওয়া যায়। মৃত হাতিটির পাশেই দাঁড়িয়ে ছিল হস্তিশাবকটি।  নিজের মায়ের মৃতদেহ ছাড়তে নারাজ সে।

এই নিয়ে গত পনেরো দিনে তামিলনাড়ুতে পাঁচটি হাতির মৃত্যু হল। জঙ্গল ছেড়ে বারবার হাতিগুলি কেন লোকালয়ে চলে আসছে, বন দফতরের তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন পশুপ্রেমীরা। একই সঙ্গে গত বছর খরা থাকায় তার জেরেও খাবারের অভাবে বেশ কিছু হাতির মৃত্যু হচ্ছে বলেও মনে করছেন হস্তী বিশেষজ্ঞরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই