বেগমগঞ্জ শীর্ষ অস্ত্রধারী ১০ মামলার আসামীকে গ্রেফতার করছে পুলিশ

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের শীর্ষ অস্ত্রধারী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিন ডাকাত(২৬) কে গ্রেফতার করছে পুলিশ। নিজাম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে, খুন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষন, অপহরণ, ছিনতাই সহ ১০টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার ভোরে অস্ত্রধারী নিজাম উদ্দিন ও তার অনুগত ৬-৭ জন সন্ত্রাসীরা স্থানীয় সড়কে সিএনজিতে যাত্রীদের আটক করে ছিনতাই করে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অস্ত্রধারী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনকে আটক করলেও এ সময় অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিজাম উদ্দিন একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নিজাম উদ্দিনকে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার কোর্টে প্রেরণ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে থানার তালিকাভুক্ত খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন, ধর্ষন সহ ১০ টি মামলার আসামী যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনের নেতৃত্বে তার অনুগত ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে আটক করে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনতাই করছে। যাত্রীরা বাধা দিলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করলে তারা চিৎকার করে। স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ ক্যাডার নিজাম উদ্দিনকে আটক করলে অপর অস্ত্রধারীরা পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ সাজেদুর রহমান সাজু জানান, ওই গ্রামে শীর্ষ অস্ত্রধারী নিজাম উদ্দিন ও তার অনুগতরা সড়কে যাত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই করে মারধর করছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিজাম উদ্দিনকে আটক করলে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিজাম উদ্দিন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ও কোর্টে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র আইনে ১০ টি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই