বেড়াতে গিয়ে খরচ কমানোর এই উপায়গুলো জানেন?

একঘেয়ে রুটিনের ফাঁকে ছোট্ট একটা ব্রেক পেলে কার না ভাল লাগে! আর রোজকার ব্যস্ততার থেকে ছুটি পেয়ে অনেকেই বেরিয়ে পড়েন কাছেপিঠে বা পাড়ি জমান বিদেশে। তবে ছুটি কাটাতে গিয়ে যদি পকেট গড়ের মাঠ হয় তবে আসল মজাটাই মাঠে মারা যায়। কী ভাবে খরচ বাঁচিয়ে ছুটি কাটাবেন তা জেনে নিন।

১. উইকএন্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনও দিন বেরিয়ে পড়ুন।
মনে রাখবেন, উইকএন্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দর চড়া থাকে।

২. প্রয়োজনের অতিরিক্ত লাগেজ নিয়ে বে়ড়াতে বেরোবেন না।
লাগেজ বেশি থাকলে তার জন্য আপনার পকেটও হাল্কা হবে।

৩. অনেকেই তা অপ্রয়োজনীয় ভেবে ট্র্যাভেল ইনসিরিওরেন্স করান না। তবে বেড়াতে বেরিয়ে
কোনও দুর্ঘটনা ঘটলে একটি উপযুক্ত বিমাই আপনার সব খরচ বহন করবে।

৪. বেড়াতে গিয়ে সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করুন। বিদেশে বেড়াতে যাওয়ার আগে
নিজের ব্যাঙ্ককে এক বার তা জানিয়ে রাখুন, যাতে ভ্রমণকালে আপনার কার্ড সচল থাকে।

৫. শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করলে অতিরিক্ত খরচ হতে পারে।
ফলে অনেক আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।

৬. একই সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ কেন দেবেন? বিদেশে বেড়ানোর
আগে তাই সব দিক দেখেশুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।

৭. হোটেল রুমে মিনি বার দেখে আহ্লাদে আটখানা হবেন না। জেনে রাখুন, আপনার রুমের মিনি বারের ককটেল বা মকটেলের জন্য অতিরিক্ত টাকা খরচ বইতে হতে পারে।

৮. এয়ারপোর্টে পার্কিংয়ের জন্য আপনাকে বেশি টাকা দিতে হচ্ছে না তো! বিমানের টিকিট
বুকিংয়ের সময় সমস্ত শর্তাবলী খেয়াল রাখুন, আখেরে আপনারই সুবিধা হবে।-আনন্দবাজার



মন্তব্য চালু নেই