বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবি: সাতক্ষীরায় সরকারি কর্মকর্তাদের মানববন্ধন

বেতন বৈষম্য নিরসন ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি।

বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি জেলা শাখার যুগ্ম আহবায়ক কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসজেড আতীক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুশান্ত কুমার, প্রকৌশলী বিদ্যুৎ কুমারসহ প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসরত কর্মকর্তারা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি থেকে মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত সকল পদে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান, ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবি জানানো হয়।



মন্তব্য চালু নেই