বেরোবিতে জাতীয় শোক দিবস পালন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করণসহ ক্যাম্পাসে শোক র্যালির উদ্বোধর করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। র্যালি শেষে স্বাধীনতা স্মারক চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য ও বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দু’আ ও মুনাজাত করা হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।



মন্তব্য চালু নেই