বেরোবিতে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সম্মেলন অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ কনভেশন (সম্মেলন) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও এই কনভেনশনের সদস্য নুরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ কনভেনশনের আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের শিক্ষক হারুন আল রশীদ, অবিনাশ চন্দ্র সরকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উক্ত সভায় অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘ প্রতি বছর তিস্তা সহ বিভিন্ন নদীর গর্ভে চলে যাচ্ছে এদেশের হাজার হাজার বসত-ভিটা। সর্বহারা হয়ে যাচ্ছে অগণিত মানুষ। আমাদেরকে তাদের পাশে দাড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘ আমরা আমাদের কর্মসূচি থেকে সরকারকে অুনরোধ করছি যাতে তিস্তাসহ সকল নদীর নাব্যতা ফিরে এনে নদী ভাঙ্গন হতে হাজার হাজার মানুষকে রক্ষা করা যায়।’

হক্কানী সবার উদ্দেশ্যে বলেন, ‘২৯ নভেম্বর রংপুরের পাবলিক লাইব্রেরী মাঠে আমাদের চুড়ান্ত আন্দোলন রয়েছে । সবাইকে এই আন্দোলনে যোগদান করার জন্য অুনরোধ করছি।’

এসময় তারা তাদের এ আন্দোলনের লিফলেটও বিলি করেন উপস্থিতিদের মধ্যে।



মন্তব্য চালু নেই