বেরোবিতে ‘বাংলার মুখের’ রোকেয়া দিবস পালিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বাংলার মুখ’ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের সামনে থেকে মডার্ণ মোড় হয়ে আবার ঐ গেটের সামনে এসে এ কর্মসূচি শেষ হয়।

সংগঠনটির দফতর সম্পাদক নুর ইসলাম সংগ্রামের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি ও গণিত বিভাগের প্রভাষক মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন সংগঠনের সহ-সভাপতি, রসায়ন বিভাগের প্রভাষক নুরুজ্জামান খান, ব্যাবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম এ আজিজ, পরিসংখ্যান বিভাগের প্রভাষক বিপুল হোসেন প্রমূখ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ক্যাম্পাসে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকায় ক্যাম্পাসের বাইরে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই