বেরোবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গবিসাসের নিন্দা

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাগো নিউজের প্রতিনিধি সজীব হোসাইনকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

শুক্রবার (৬ জানুয়ারী) দুপুর ২ টায় গবিসাস কার্যালয় থেকে গবিসাস সভাপতি এস এম আহমেদ মনি এবং সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলামের যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানায় তারা। উক্ত ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মত পরিসরে সাংবাদিক লাঞ্চনার ঘটনা আসলেই দুঃখজনক এবং নিন্দনীয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এমন অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এছাড়া তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সজীব হোসাইন।



মন্তব্য চালু নেই