বেরোবি উপাচার্যের সঙ্গে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এইচ.এম নূর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর উন-নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই মি: লিয়োনপো দামঘো দর্জি । রংপুরের প্রাইম মেডিকেল কলেজের এক অনুষ্ঠান শেষে আজ বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে উপাচার্যের নিজ কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

উপাচার্য ও পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে এক ঘন্টা যাবত আলোচনা করেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার বিভিন্ন কার্যক্রম নিয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয় এ সময়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান,অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ,কর্মকর্তা,বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দসহ ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উপাচার্য ড. এক এম নূর উন-নবী পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীকে শোয়া ১টার দিকে বিদায় জানান ।



মন্তব্য চালু নেই