বেরোবি সাংবাদিক সমিতির সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময়

বেরোবি প্রতিনিধি: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির উপপরিদর্শক এরশাদ আলী। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাড়িতে এসব বিষয় নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেয় সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে উপপরিদর্শক এরশাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে দুই শিক্ষার্থীর জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, ক্যাম্পাসে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার রোধে এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থী লাঞ্চনাসহ বিভিন্ন ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।

এ সময় বেরোবিসাসের সহ-সভাপতি তপন কুমার রায়, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ.এম নুর আলম, দপ্তর সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, অর্থ সম্পাদক ফারুক হোসেন, চন্দন সরকার, সদস্য আবু বকর, সালমান হাফিজ, সৈকত, আল-আমিন, রোমান, ইভান চৌধুরী, গোলাম মুর্ত্তজা, রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই