বেলজিয়ামকে হটিয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

ফিফা র‍্যাঙ্কিংয়ে হারানো রাজত্ব পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামকে হটিয়ে ফের শীর্ষে ফিরেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে ১৫৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।

গত নভেম্বরে আর্জেন্টিনাকে সরিয়ে শীর্ষে ওঠা বেলজিয়াম নেমে গেছে দ্বিতীয় স্থানে। তাদের বর্তমান পয়েন্ট ১৩৫২।

দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি। নিজেদের ফুটবল ইতিহাসে এটিই চিলির সর্বোচ্চ অবস্থান। বেলজিয়ামের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র ৪ (১৩৪৮)।

চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন ধাপ পিছিয়ে ছয়ে স্পেন।

ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডেরও অবনমন হয়েছে। এক ধাপ করে পিছিয়ে তারা যথাক্রমে সাত, আট ও দশ নম্বরে অবস্থানে আছে। আর নয়ে উঠে এসেছে উরুগুয়ে।

র‍্যাঙ্কিংয়ে ১৭৭তম অবস্থানে আছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারিদের পয়েন্ট ৮৭।



মন্তব্য চালু নেই