বেলজিয়ামে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩

বেলিজিয়ামের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কর্মপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। দেশটির হারমালে-সোস-হাই শহরের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

বেলজিয়াম রেলওয়ে কর্তৃপক্ষ (এসএনবিসি) এক বিবৃতিতে বলছে, ‘৪০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একই লাইনে চলমান আরেকটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ছয় বগির দুটি লাইনচ্যুত হয়েছে’।

একজন প্রত্যক্ষদর্শী ফ্রান্সের দৈনিক এল’অ্যাভেনিরকে বলেন, ‘ট্রেনের বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।

লাইজ থেকে নামুর শহরের মধ্যে চলাচলকারী ৪০ যাত্রীবাহী ট্রেনটি মালবাহী ট্রেনে আঘাতের সময় গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছিল।

এসএনবিসি বলছে, আহতদের মধ্যে বেশ কিছু যাত্রীকে ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।



মন্তব্য চালু নেই