‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র মেধাবীদেরও শিক্ষার সুযোগ দিতে’

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেবল বিত্তবানদের সন্তান নয়, দরিদ্র মেধাবী সন্তানদের শিক্ষার সুযোগ দিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্য হিসেবে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ব্যয়বহুল মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, এখানে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ তুলনামূলকভাবে কম। এ জন্য উচ্চশিক্ষায় তাদের বৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। কেবল বিত্তবান ঘরের সন্তান নয়, দরিদ্র ঘরের মেধাবী সন্তানেরাও যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায়, এ বিষয়টি সুবিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।



মন্তব্য চালু নেই