বেসরকারি শিক্ষক নিয়োগে ১২৬১৯ জন নির্বাচিত

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য ১২ হাজার ৬১৯ জনকে নির্বাচিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সচিবালয়ে রবিবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ হাজার ৪৭০টি প্রতিষ্ঠান ১৪ হাজার ৬৬৯ জন শিক্ষক নিয়োগের চাহিদা দিয়েছে।

মোট আবেদনকারী ২ লাখ ৪৯ হাজার ৫০২ আবেদন করেছেন। এরমধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ৯৩৮ জন ও মহিলা ৮০ হাজার ৫৬৪ জন।

৭১৮টি পদের বিপরীতে কোন আবেদন পাওয়া যায়নি। বিভিন্ন কারণে বাছাই স্থগিত পদের সংখ্যা ৬৮৫ জন।

মহিলা কোটা পদে কোন আবেদনকারী পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই