বেসরকারি স্কুল কলেজ জাতীয়করণ সময়ের দাবি (১ম অংশ)

বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত করেছেন । তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় শিক্ষানীতি প্রনয়ন । রেজিষ্টার প্রাইমারি স্কুল জাতীয়করণ । ১৭০০ অধিক স্কুল কলেজ এমপিও করণ । অসংখ্য স্কুল কলেজে একাডেমিক ভবন স্থাপন । ডিজিটাল ক্লাস রুম ও কম্পিউটার ল্যাব স্থাপন ইত্যাদি । মোট কথা শিক্ষার সাথে সম্পর্কযুক্ত সকল কাজ এই সরকার সফলভাবে সম্পন্ন করছেন । এই সবের বাহিরে শুধু একটি কাজই বাকি যেটি হলো সকল স্কুল কলেজ জাতীয়করণ । যা করতে সরকারের তেমন অতিরিক্ত অর্থেরও প্রয়োজন হবে না।কারণ এটি করতে গেলে সরকারকে শুধু শিক্ষক কর্মচারীদেরকে তাদের বেতনের ৪৫% অর্থ অতিরিক্ত প্রদান করতে হবে । কিন্তু সরকারের কোষাগারের জমা হবে ছাত্রছাত্রীদের বেতন প্রতিষ্ঠানের অতিরিক্ত আয় । যেখান থেকে পাওয়া অর্থ শিক্ষক কর্মচারীদের অতিরিক্ত ৪৫% টাকা দেওয়ার পরেও অবশিষ্ট থাকবে । কারন বেশিরভাগ প্রতিষ্ঠানের আয় অনেক বেশি। যেকল আয় প্রতিষ্ঠানের খুব উপকার হয়না।তাই সরকার যদি সবকিছু বিবেচনা করে জাতীয়করণে পদক্ষেপ নেয় তাহলে দেশ ও জাতীর অভাবনীয় সুফল বয়ে আনবে ।

লেখক:

তানভীর আহম্মেদ
(প্রভাষক, পদার্থবিজ্ঞান)
আবাদপুকুর মহাবিদ্যালয়,
রাণীনগর, নওগাঁ



মন্তব্য চালু নেই