বেহেশত ও দোজখ লাভের মূলনীতি ঘোষণা

ইয়াহুদিদের নিতান্ত কল্পনা-প্রসূত অন্যায় আবদারের পর আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, কারা চিরস্থায়ীভাবে দোজখে অবস্থান করবে এবং কারা চিরস্থায়ীভাবে বেহেশতে অবস্থান করবে। আল্লাহ বলেন-

এ আয়াতদ্বয়ে বেহেশত এবং দোজখের চিরস্থায়ী অধিবাসী হওয়ার মূলনীতি ঘোষণা করা হয়েছে যে, বেহেশতবাসী হওয়া কোনো বিশেষ বর্ণ, বংশ ও জাতির উপর নির্ভর করে না; বরং তা নির্ধারিত হবে মানুষের কৃতকর্মের বিচারের মাধ্যমে।

সুতরাং সাবধান! এমন কোনো কাজ করা যাবে না, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তাই মুসলিম উম্মাহর উচিত কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন-যাপন করা। আল্লাহ তাআলা সবাইকে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করে পরকালের সীমাহীন জীবনের সাফলতা লাভ করার তাওফিক দান করুন। আমিন।



মন্তব্য চালু নেই