বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ড গড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড গড়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বুধবার জানায়, ফেব্রুয়ারির শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সর্বোচ্চ। বর্তমানে রিজার্ভে ৩২.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে। এটা গত মাসের তুলনায় ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংক আরো জানায়, এই রিজার্ভ ৯ মাসের আমদানি পরিচালনা করার জন্য যথেষ্ঠ। গত বছরের তুলনায় এই রিজার্ভের পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশের গার্মেন্টস খাতের রপ্তানি ও প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ এই রিজার্ভ গড়ায় প্রধান ভূমিকা রেখেছে।

অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী শ্রমিকেরা। যাদের প্রেরিত অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে অন্তত ২০০ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে।

সূত্র: রয়টার্স



মন্তব্য চালু নেই