বৈষম্য দূর করছে ফেসবুকের ফ্রেন্ডস আইকন!

ফেসবুকের পুরনো ‘ফ্রেন্ডস’ আইকনটিতে একটি বৈষম্য রয়েছে। মূলত এ আইকনটিতে একটি ছেলে ও একটি মেয়ের ছবি দেখা যায়, যা এবার পরিবর্তন করছে ফেসবুক। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ফেসবুকে লগইন করলে যে কেউ বিষয়টি দেখতে পারবেন। উপরে ডান পাশে ফ্রেন্ডস আইকনটি পাওয়া যাবে।
ইতোমধ্যেই বেশ কিছু ব্যবহারকারী নতুন আইকনটি দেখতে পাচ্ছেন বলে জানা গেছে। আর যারা এখনো দেখতে পাননি তারা শীঘ্রই তা পাবেন বলে জানা গেছে।
ফেসবুকের ফ্রেন্ডস আইকনের পুরনো আইকনটিতে প্রথমে ছেলে ও তার পেছনে একটি মেয়ের ছবি দেখা যায়। যদিও বিষয়টি পরিবর্তন করছে ফেসবুক।
নতুন আইকনে মেয়ের ছবি সামনে এবং ছেলের ছবি পেছন রয়েছে। এটি অতি সামান্য পরিবর্তন হলেও একে বেশ বড় আকারেই প্রচার করছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ফেসবুকের ডিজাইন ম্যানেজার ক্যাইটলিন উইনার একটি ব্লগ পোস্টে লিখেছেন, তিনি প্রয়োজনীয় পরিবর্তন করার নিদের্শনা পেয়েছেন।
তিনি লিখেছেন, ‘একজন নারী হিসেবে, নারীদের কলেজে শিক্ষিত হতে পেরে বর্তমান সিম্বলিজম আইকনকে বোঝা কঠিন নয়। নারীরা বাস্তবে পুরুষের ছায়ার মতো। তাদের শেখার অবস্থা নেই।’
তিনি আরো লিখেছেন, ‘আমি সব আইকনকে প্রশ্নের মুখোমুখি করার চেষ্টা করছি। বিশেষ করে যেসব সবচেয়ে পরিচিত।’



মন্তব্য চালু নেই