বোমাকে বল ভেবে খেলতে গিয়ে কব্জি উড়লো কিশোরের

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে যশোর শহরতলীর শেখহাটিতে শাওন হাসান নামে ১৪ বছরের এক কিশোরের ডান হাতের কব্জি উড়ে গেছে।

শুক্রবার দুপুরে বাড়ির সামনে লিচুবাগানে খেলা করার সময় এ ঘটনা ঘটে। সে শেখহাটি জামরুলতলা মোড় এলাকার কোরবান আলীর ছেলে।

আহত শাওন হাসানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে। এরআগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

কিশোরটির মা তহমিনা বেগম জানান, দুপুরে শাওন বাড়ির সামনে বন্ধুদের সাথে খেলা করছিল। এসময় একটি বল সাদৃশ্য বোমা পায় কিশোররা। কিন্তু তারা বুঝতে না পেরে বোমা নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সেটা বিস্ফোরণ ঘটে। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢামেকে রেফার করেন।

চিকিৎসক রাজির পাল জানান, বোমার বিস্ফোরণে কিশোরটির ডান হাতের কব্জি উড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

এদিকে, পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। স্থানীয় উপশহর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব হোসেন ও কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেনের কাছে জানতে চাইলে তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই বলে জানান।



মন্তব্য চালু নেই