ব্যঙ্গের জেরে বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক!

বাংলাদেশের ২০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ভারতের হ্যাকার গ্রুপ। এর মধ্যে তিনটি সরকারি ওয়েবসাইটও রয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছিন্ন মাথা বাংলাদেশের বোলার তাসকিন ধরে আছেন—এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর প্রতিবাদে ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেরালা সাইবার ওয়ারিওরস হোয়াইট হ্যাকার্সের ১৫ সদস্যের একটি দল এই হ্যাকিংয়ের দাবি করেছে। তারা জানিয়েছে, ধোনিকে নিয়ে ব্যঙ্গ করায় এটি করা হয়েছে। আরো ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে বলেও তারা জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, যেসব সাইট হ্যাক করার দাবি করা হয়েছে, সেগুলো সতর্কমূলক বার্তা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সে বার্তায় বলা হয়, ‘বাংলাদেশিদের জন্য বার্তা, তোমাদের ক্রিকেট দল আমাদের সামনে কিছু না।’ ওই পোস্টে ধোনির ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

২০ সাইট হ্যাক করার দাবি করা হলেও কোনো লিংক ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ ছাড়া ওই ব্যঙ্গ ছবি কে প্রচার করেছে, সেটিও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।



মন্তব্য চালু নেই