ব্যাকটেরিয়া সুপারবাগ প্রতি তিন সেকেন্ডে একজনকে হত্যা করবে

ব্যাকটেরিয়া সুপারবাগ প্রতি তিন সেকেন্ডে একজনকে হত্যা করবে। ২০৫০ সালের মধ্যে যদি বিশ্ব জরুরি পদক্ষেপ না নেয়। প্রভাবশালী এক মেডিকেল প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুপারবাগকে প্রতিরোধের ওষুধের জন্য একটি বৈশ্বিক পরিকল্পনা নেয়া হয়েছে। যার জন্য কয়েক শ কোটি ডলার বিনিয়োগ দরকার।

বৈশ্বিক এ পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, সুপারবাগ থেকে বাঁচার জন্য বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। পাশাপাশি মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে গণহারে প্রচারণা চালাতে হবে। এতে বলা হয়, বর্তমান বিশ্বে ওষুধ ব্যবহার করে ইনফেকশন থেকে বাঁচার পদ্ধতি খুব দ্রুত অকার্যকর হয়ে পড়ছে।

প্রতিবেদনটিতে বিষয়টিকে ‘সন্ত্রাসবাদের মতো’ বড় ধরনের ঝুঁকি হিসেবে তুলে ধরা হয়। এর একটি কারণ হচ্ছে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়নি। ২০১৪ সালে অ্যান্টিবায়োটিকজনিত রোগ প্রতিরোধ বিষয়টি পর্যালোচনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ সুপারবাগের ইনফেকশনের কারণে মারা গেছেন।



মন্তব্য চালু নেই