ব্যাবসা না, শিক্ষার মানের দিকে নজর দিতে হবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে এখন সরকারি ও বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছেকিন্ত মানসম্মত শিক্ষার অভাব রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত উচ্চশিক্ষা নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বানজানান।

‘দেশের উচ্চশিক্ষার উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা; চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

শিরীন শারমিন বলেন, কী ধরনের শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা বের হচ্ছেন, সেটার ওপর নির্ভর করছে তাঁরা ভবিষ্যতে কী ধরনের ভূমিকায় অবতীর্ণ হবেন। এখন মানসম্মত শিক্ষা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষার দিকে নজর দিতে হবে।

স্পিকার আরও বলেন, বিশ্বের বিভিন্ন জায়গাতেই প্রাইভেট শিক্ষার খরচ বেশি। কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা যেন সম্পূর্ণভাবে বাণিজ্যিক না হয়ে যায়। এটাকে (বেসরকারি বিশ্ববিদ্যালয়) শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে না দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা কম থাকার কথা উল্লেখ করে বলেন, ভাষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মাতৃভাষার ওপর।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, প্রচলিত শিক্ষা আজকের দিনে উপযুক্ত মানুষ তৈরি করে না। বর্তমান শিক্ষাব্যবস্থায় এমন অনেক বিষয় পড়ানো হয়, যার প্রয়োজন নেই। আবার বহু বিষয় প্রয়োজন, যা পড়ানো হয় না। তিনি মানবসম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।



মন্তব্য চালু নেই