ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। দুই মামলায় সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।

ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শাকিলার জামিনাদেশ স্থগিতের এ আদেশ দেন।

এ বিষয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন ওইদিন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত ফারজানার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

অস্ত্র কেনার জন্য হামজা ব্রিগেডকে এক কোটি আট লাখ টাকা দেয়ার অভিযোগে গত বছরের ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে বাঁশখালী ও হাটহাজারীতে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।



মন্তব্য চালু নেই