ব্রণ দুর করতে চান? জেনে নিন সহজ একটি উপায়

ব্রণ নিয়ে সমস্যার শেষ থাকেনা। তরুণ তরুণী এমনকি বয়স্ক ব্যাক্তিরও মুখে ব্রণ ওঠে। এই নিয়ে ডাক্তারি ওষধেও ব্যার্থ হয়ে থাকেন অনেকে। পড়েন চরম বিড়ম্ভনা। একটা বয়সের সন্ধিক্ষণে মুখ ভর্তি ব্রণ মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। ছেলে মেয়ে নির্বিশেষে ব্রণ নিয়ে সমস্যায় পড়েছেন সব বয়েসের মানুষ। শুধু যে বয়সের সন্ধিক্ষণেই এমনটা হয়, তা নয়। অনেক সময় পাঁচন ক্রিয়ার কারণেও ব্রণ সমস্যা দেখা দেয়। তৈলাক্ত যাঁদের ত্বক তাঁরাও এই সমস্যায় পড়েন। বাজারের অনেক ক্রিম, নানান ওষুধপত্রেও হয় না ব্রণ সমস্যার উপশম। তবে একটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই মুশকিল আসান সম্ভব। সেটা হল, বরফ ঘষা। তবে তা হওয়া উচিত অবশ্যই নিয়ম মাফিক।

কীভাবে? জেনে নিন
রাতে ঘুমোতে যাওয়ার আগে বরফের ব্যবহার সবথেকে ভালো এবং উপকারী। এটাও মাথায় রাখতে হবে, সব সময় বরফ ঘষলেও সেটা যথাচিত হবে না। বড় বড় ব্রণের ক্ষেত্রেই কোনও সূক্ষ্ম কাপড় কিংবা তোয়ালেতে বরফ জড়িয়ে সেটা ব্রণর স্থানে লাগানো উচিত। কখনই খালি বরফ দেওয়া উচিত নয়।



মন্তব্য চালু নেই