ব্রাজিলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল তেমের

ব্রাজিলের নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাইকেল তেমের। অভিশংসনের ভোটে দিলমা রৌসেফের পরাজয়ের পর পরই নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তেমের। খবর বিবিসির।

দিলমা রৌসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে বুধবার দেশটির সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২০ ঘন্টার বেশি সময় ধরে ভোটাভুটির পর তার অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৫৫ সদস্য ও বিপক্ষে ভোট দিয়েছেন ২২ সদস্য।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তেমের বলেন, আমাদের জনগণের মূল্যবোধ ও অর্থনীতিতে পুনর্নির্মাণে আমাদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। তেমেরের মন্ত্রীসভাকে ব্যবসায় বান্ধব বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। কেননা সেখানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হেনরিক মেইরেলেস অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।

এদিকে রৌসেফ তার অপসারণের বিষয়কে প্রহসন এবং অন্তর্ঘাত হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার শেষ ভাষণে রৌসেফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আবারো অস্বীকার করেছেন। তিনি এই অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের শপথও নিয়েছেন।



মন্তব্য চালু নেই