ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাড়ি পরা ছবিতে সয়লাব টুইটার

ভারত সফরের প্রথম দিন ৮ নভেম্বর শাড়ি পরে বেঙ্গালুরুর হালাসুরু সোমেশ্বরা মন্দিরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। এই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করেছেন অনেক ভারতীয়। শাড়ি পরায় টেরেসার প্রশংসা করেছেন তাঁরা।

টুইটারে প্রকাশিত সোনালি রঙের শাড়ি পরা টেরেসাকে বেশ সাবলীল মনে হয়েছে। ছবিতে মন্দিরের পুরোহিতের পাশে দেখা গেছে টেরেসাকে, যিনি ভগবান শিবের পূজা করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভারত সফরের সময় শাড়ির সঙ্গে বেশ কিছু উপহার দেওয়া হয় টেরেসাকে।

চলতি বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ইউরোপের বাইরে এলেন টেরেসা। ৮ নভেম্বর মন্দির পরিদর্শনের আগে তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ভারতীয় বিমানবাহিনীর একটি মহড়া দেখেন।

টুইটারে টেরেসার শাড়ি নিয়ে দেভেন অভিয়াংকর নামের এক ভারতীয় বলেন, ‘ভারত সফরে শাড়ি পরায় টেরেসা মেকে ধন্যবাদ। আমার পুরো পরিবার খুব খুশি। আমি নিশ্চিত অন্য ভারতীয়দের মধ্যেও একই অনুভূতি কাজ করছে।’

মনীষ সিং নামের একজন লিখেছেন, ‘চমৎকার। খুব ভালো করে শাড়ি পরেছেন মে। দেখে মনে হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে শাড়ি পরে আসছেন।’



মন্তব্য চালু নেই