ব্রিটিশ ব্যান্ড ভায়োলা বিচের চারজনই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন!

ব্রিটেনের ব্যান্ড সঙ্গীত গোষ্ঠী ভায়োলা বিচের চারজনই একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুইডেনে তাদের গাড়ি একটি মহাসড়ক সেতু থেকে ছিটকে ৮২ ফুট নীচে একটি খালের মধ্যে গিয়ে পড়ে। শনিবারের ঐ দুর্ঘটনায় ব্যান্ড গ্রুপটির ম্যানেজারও মারা গেছেন।

উঠতি এই ব্যান্ড গ্রুপটিকে সম্প্রতি খুবই সম্ভাবনাময় হিসাবে বিবেচনা করা হচ্ছিলো। ভায়োলা বিচ একটি সঙ্গীত উৎসবে গাইতে সুইডেন গিয়েছিল। গতকালই তাদের ইংল্যান্ডের গিল্ডফোর্ডে একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল। আগামী মাসে এই ব্যান্ড গ্রুপের যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল। ব্রিটেনে সঙ্গীত শিল্পের জগতে অন্যতম শীর্ষ সংগঠক ডেভ পিলিংগি বলেছেন, সাফল্যের জন্য এই ব্যান্ডের অসামান্য চেষ্টা ছিল।

“তারা বড় ধরণের সাফল্যের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।” বিবিসিতেও একাধিকবার গান গেয়েছে ভায়োলা বিচ। গত বছর তারা ব্রিটেনের শীর্ষ দুটি সঙ্গীত উৎসবে — রেডিং ফেস্টিভ্যাল এবং লিডস্‌ ফেস্টিভ্যালে — তারা গান গাওয়ার সুযোগ পায়।



মন্তব্য চালু নেই