ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে খালেদার অভিনন্দনবার্তা

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে-কে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতে প্রধানমন্ত্রী হিসেবে তার সাফল্যও কামনা করেছেন তিনি।

বুধবার (১৩ জুলাই) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে এ অভিনন্দনবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ডেভিড ক্যামেরন পদত্যাগ করায় বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির নেতা টেরেসা মে। সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচারের পর দ্বিতীয় নারী হিসেবে ব্রিটেনের সরকারপ্রধানের দায়িত্ব নিলেন তিনি।

বুধবার বিকেলেই বাকিংহাম প্যালেসে গিয়ে রানির কাছে পদত্যাগপত্র জমা দেন ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডেভিড ক্যামেরন।

গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে রায় যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সে সময় ক্যামেরন জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যে দায়িত্ব ছাড়বেন তিনি। তবে নতুন নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন বুধবারই বিদায় নেন।

নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালালেও অভিবাসী প্রশ্নে কঠোর তিনি। ৫৯ বছর বয়সী টেরেসা পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সাল থেকে এমপি এবং ছয় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।



মন্তব্য চালু নেই