ব্লগার রাজীব স্মরণে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ

ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। এদিন সন্ধ্যায় রাজীব হায়দারের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনও করবে সংগঠটি।

রোববার গণজাগরণ মঞ্চ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বছরের আন্দোলনে গণজাগরণ মঞ্চ তার ২৫ জনের বেশি সহযোদ্ধাকে হারায়। এদের প্রত্যেকেই যুদ্ধাপরাধী-মৌলবাদী গোষ্ঠীর হাতে নির্মমভাবে খুন হন। যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে, মৌলবাদ উৎখাত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার তরুণ প্রজন্ম। অথচ ২৫ জনের মধ্যে একজনের হত্যাকারীর বিচারও ঠিকঠাক হয়নি।

রাজীব হায়দারের খুনিদের মধ্যে দুজনের সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে ঠিকই, তবে হত্যার মূল পরিকল্পনাকারীর হয়েছে মাত্র ৫ বছর কারাদণ্ড। গণজাগরণ মঞ্চ তাৎক্ষণিকভাবে এই রায় প্রত্যাখান করেছিল এবং মূল পরিকল্পনাকারীসহ সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল।

সোমবারের কর্মসূচিতে যোগ দিতে গণজাগরণ মঞ্চের সব কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।



মন্তব্য চালু নেই