ব্লাড গ্রুপ বলে দেয় মানুষের স্বভাব

মানুষের স্বভাব, চরিত্রে তার রক্তের প্রভাব রয়েছে। অর্থাৎ রক্তের গ্রুপ মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বহন করে। দেখুন তো, আপনার রক্তের গ্রুপের সঙ্গে নিচে বর্ণিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মেলে কিনা।

এ গ্রুপের রক্ত হয়ে থাকলে
* মানসিকভাবে ধৈর্যশীল, শান্ত, স্থির ও শীতল।
* সুসঙ্গত চরিত্র, আপনার ওপর নির্ভর করা যেতে পারে এবং বিশ্বাসযোগ্য। কিন্তু একগুঁয়ে।
* সবকিছুর পরিকল্পনা আগে থেকেই থাকে এবং গম্ভীর এবং দৃঢ়তার সঙ্গে কাজ করেন।
* ন্যায্য হতে হবে এবং যে কোনো পরিস্থিতি থেকে আদর্শ ফল খুঁজে পেতে চেষ্টা করেন।
* নিজেকে অন্যদের কাছ থেকে আলাদা করে রাখেন।
* নিজের আবেগ ও চিন্তা অন্যের কাছে লুকিয়ে রাখেন। কেবলমাত্র যাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের কাছে প্রকাশ করেন।
* অতীত থেকে শিক্ষা নেওয়ার পক্ষপাতী নন।

বি গ্রুপের রক্ত হয়ে থাকলে
* সবকিছু সম্পর্কে অতিশয় কৌতূহলী।
* স্বাধীনচেতা, মেধাবী, মনোযোগী, দক্ষ, পরিকল্পনাবাদী।
* নিজে যেটা করবেন বলে ঠিক করেন, সেটা করেই ছাড়েন।
* কঠোর পরিশ্রমী এবং প্রবল চাপ নিতে পারেন।
* যে কোনো ব্যাপারে চটপট সিদ্ধান্ত নিতে পারেন।
* অন্যের খবরদারী অপছন্দ।

এবি গ্রুপের রক্ত হয়ে থাকলে
* খুবই ভদ্র এবং সংবেদনশীল আবেগী।
* অন্যের সঙ্গে খুব সহানুভূতিশীল এবং পাশাপাশি সতর্কতা অবলম্বন করেন।
* সুবিবেচক, বু্দ্ধিসম্পন্ন, হিসেবী।
* চিন্তা-ভাবনার মধ্যে সহজেই হারিয়ে যান।
* অপরিচিতদের কাছ থেকে সত্য লুকিয়ে রাখার ঝোঁক থাকে।
* বন্ধুর সংখ্যা অনেক, কিন্তু তারপরও একাকীত্বে ভোগেন।

ও গ্রুপের রক্ত হয়ে থাকলে
* খুবই প্রাণচঞ্চল ও প্রফুল্ল মনের অধিকারী।
* অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হোন।
* খুব উদার ও দয়ালু।
* বেশিরভাগ মানুষ আপনাকে পছন্দ করে।
* সহজে যে কোনো পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারেন।
* সাধারণত বিশ্বস্ত, কিন্তু কখনো কখনো ফোকাস ভুল হয়।
* সাধারণত অন্যের মতামত গ্রাহ্য করেন না।



মন্তব্য চালু নেই