বড় কর্তাদের জন্য ঘুষ তহবিল, বরখাস্ত ১০ পুলিশ

পদোন্নতির বাহানায় বড় কর্তাদের জন্য ঘুষ তহবিল গঠনের দায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন এএসআই, এক নায়েক ও ৬ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ সংক্রান্ত আদেশ ২৭ জুন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছেছে।

বরখাস্তকৃতরা হলেন, এএসআই আনিসুজ্জামান, মনির হোসেন ও মো. হানিফ, নায়েক কবির হোসেন, কনস্টেবল শহিদুল ইসলাম, বাবুল জমাদ্দার, দোলন বড়াল, আব্বাসউদ্দিন, আরিফুর রহমান ও তাপস কুমার মন্ডল।

অভিযোগ রয়েছে, বরিশাল পুলিশে জনবল স্বল্পতার জন্য পদোন্নতি থেমে আছে দীর্ঘদিন থেকে। সম্প্রতি বিএমপি’র (বরিশাল মেট্রোপলিটন পুলিশ) জন্য কিছু পদে পদন্নতির টোপ দেখিয়ে এরা অন্য পুলিশ সদস্যদের কাছ থেকে ৭০ লাখ টাকা তুলে বরিশাল ডাচ বাংলা ব্যাংকে যৌথ হিসাবে জমা রাখে। এ ঘটনা ফাঁস হলে পুলিশ হেড কোয়ার্টারের তদন্তে তা প্রমাণ হওয়ায় ১০ পুলিশ জড়িত থাকার খবর পাওয়া যায়।

এদিকে এ ঘটনার কারণ অনুসন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আভাস মিলেছে বিএমপি’র পদস্থ কোন এক কর্তা এর সাথে জড়িত থাকতে পারে। তবে এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই