বড় ক্যামেরায় আসছে আইফোন ৭

যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের নতুন ফোন আইফোন ৭ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কিছুদিন পর প্রযুক্তি বাজারে আসতে যাচ্ছে ৪ ইঞ্চি ডিসপ্লের নতুন ফোন আইফোন এসই। ইতোমধ্যে প্রযুক্তিবিদরা আইফোন ৭ এর ডিজাইন সহ ফিচারে কি ধরণের পরিবর্তন আসতে পারে তা নিয়ে গবেষণা শুরু করেছে।

আইফোন ৭ এর যে ছবি ওয়েবসাইটগুলোতে প্রকাশ হয়েছে তাতে থাকছে নতুন ডিজাইনের অ্যান্টেনা, নতুন বৃহৎ ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য।

ফ্রেঞ্চের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে নতুন আইফোনটি সম্পূর্ণ সমতল। এতে কোন অ্যান্টেনা লাইন নেই। তবে অ্যান্টেনা ব্যান্ডটি ফোনের নিচে দৃশ্যমান রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে আইফোনের অন্যান্য মডেলগুলো থেকে রিয়ার ক্যামেরার জায়গাটি বড় রাখা হয়েছে।

এটি আইফোনের নতুন ফোনে নতুন ভার্সনের ক্যামেরা ব্যবহার করার ইঙ্গিত দেয়। তবে রিয়ারে ডুয়েল ক্যামেরা থাকার কোন সম্ভাবনা নেই বললেই চলে।

তবে ফোনটির নিচের অংশ ছবিতে স্পষ্ট নয়। নিচের ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকটি সম্পর্কেও ছবিতে স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় নি। আইফোন ৭ বর্তমান ফোনগুলোর চেয়ে আরও স্লিম হবে বলে জানিয়েছে ওয়েবসাইটগুলো।



মন্তব্য চালু নেই