বড় নিতম্বে বড় উপকার!

সৌন্দর্য সচেতন অনেক নারীকে কৃত্রিম নিতম্ব ব্যবহার করতে দেখা যায়। কারণ, বড় নিতম্ব দেহের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এ তো গেল কৃত্রিম নিতম্বের কথা।

কিন্তু অকৃত্রিম বড় নিতম্ব শুধু সৌন্দর্যই বাড়ায় না, তা স্বাস্থ্যের জন্যও অনেক উপকার বয়ে আনে। গবেষকরা বলেছেন, বড় নিতম্বে বড় উপকার।

গবেষণার এই তথ্য বড় নিতম্বের অধিকারী নারীদের জন্য সুখবরই বটে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যেসব নারীর নিতম্ব বড়, তাদের রোগ প্রতিরোধ-ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি। দীর্ঘস্থায়ী অসুখ-বিসুখে তারা আক্রান্ত হন কম।

কয়েক বছরে আগে পরিচালিত এই গবেষণায় বিজ্ঞানীরা ১৬ হাজার নারীর নিতম্ব নিয়ে বিশ্লেষণ করেন। গবেষকদের প্রধান কনস্টান্টিনোস ম্যানোলোপোলাস বলেন, মোটা দেহের বিন্যাস স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মোটা উরু ও বড় নিতম্বের পরিধি স্বাস্থ্যের উন্নতি বাড়ায়।

কনস্টান্টিনোস বলেন, বড় নিতম্বের অধিকারী নারীদের শরীরে গ্লুকোজ ও কোলেস্টেরলের মাত্রা কম থাকে। একই সঙ্গে উচ্চ মাত্রায় ওমেগা-৩ ফ্যাট ধরে রাখে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

এই ধরনের নারীদের শরীরে ক্ষুধানিরোধক হরমোনের উপস্থিতিও লক্ষ করা যায়, যা মোটা হওয়ার প্রবণতা কমায়।



মন্তব্য চালু নেই