বয়স্কদের কানের সমস্যা মৃত্যুঝুঁকি বাড়ায়!

বৃদ্ধ বয়সে অনেকেরই কানের সমস্যা হয়। বিস্ময়ের খবর হল, এর সঙ্গে রয়েছে দ্রুত মৃত্যুর সম্পর্ক। সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে, বয়স্কদের মধ্যে যাদের কানের সমস্যা আছে তাদের মৃত্যুঝুঁকি যাদের কানের সমস্যা নেই তাদের তুলনায় বেশি।

এর কোন স্পষ্ট কারণ জানা যায়নি। তবে ফলাফল থেকে বোঝা গেছে কানের সমস্যা বয়স্ক লোকদের অনেক ভোগান্তির কারণ।

গবেষণার প্রধান, ম্যারিল্যান্ড এর জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ছাত্র ক্যাভিন কনট্রেরা বলেন, সহজ হিসাব হল, কানের সমস্যা বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকিও বাড়ে।

কনট্রেরা এবং তার সহকর্মীরা জানান, আগের গবেষণাগুলোতে দেখা গেছে, কানের সমস্যার ফলে স্বাস্থ্যের উপর অনেক নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় সরাসরি মৃত্যুঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে।

জাতীয় পর্যায়ে পরিচালিত ২০০৫ থেকে ২০০৬, ২০০৯ থেকে ২০১০ এবং ২০১১ সালের জরিপ থেকে এ তথ্য সংগ্রহ করেছেন তারা।

সংগৃহীত শ্রবণ সমস্যার তথ্যের সঙ্গে গবেষকরা স্ট্রোক, ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ ইত্যাদি বিষয়গুলোও বিবেচনা করেছেন। এতে দেখা গেছে যাদের কানের সমস্যা আছে তাদের মৃত্যুঝুঁকি অন্যান্যদের তুলনায় ২১ শতাংশ বেশি।



মন্তব্য চালু নেই