বয়ানের মধ্যদিয়ে মাদারীপুরে ইজতেমা শুরু

মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরে বুধবার থেকে আরব দেশের এক আলেম এর আসরের নামাজের পরে বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে তিনদিন ব্যপী ইজতেমা। এ ইজতেমাটি টঙ্গীর ইজতেমার অংশ হিসেবে শুধু মাত্র মাদারীপুর জেলার মুসলিদের জন্য।

মাদারীপুরে সদর, রাজৈর, কালকিনি ও শিবচর থেকে হাজার হাজার মুসলিরা মাদারীপুর এ আর হাওলাদার সাবেক জুট মিল মাঠে ইজতেমার জন্য একত্রে হয়েছেন। এখানে ইজতেমায় আসা মুসলিদের জন্য সবধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাতা করা রয়েছে। এখানে পুলিশের কনট্রল রুম আছে যা মুসলিদের নিরাপত্তার দিক দেখবে। খাবারের, ঘুমানের, অজু করাসহ সবরকমের ব্যবস্থাতা আছে এ ইজতেমায়। এখানে মুসলিরা তারা যেনে নিরাপত্তার সাথে ইজতেমা শেষ করে বাড়ি যেতে পারে সেই রকমের সব ধরনের ব্যবস্থাতা নেওয়া হয়েছে ইজতেমার আয়োজনের কতৃপক্ষের পক্ষ থেকে।

আগামী শনিবার এক আলেমের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ ইজতেমা শেষ করা হবে।



মন্তব্য চালু নেই