ভক্তের ছুরিঘাতে গুরুতর আহত জাপানি পপ স্টার

ভক্তের ছুরিকাঘাতে গুরুতর আহত জাপানের এক নারী পপ স্টার মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রোববার টোকিওতে একটি কনসার্ট ভেন্যুতে পারফর্ম করার জন্য অপেক্ষা করছিলেন মায়ু তোমিতা। এ সময় এক ভক্ত ছুরি দিয়ে উপর্যুপরী তাকে আঘাত করতে থাকে। মায়ু তোমিতার শরীরের বিভিন্ন জায়গায় ২০টিরও বেশি আঘাতে চিহ্ন পাওয়া গেছে। বেশির ভাগ আঘাত করা হয়েছে তার গলা ও বুকে।

ঘটনাস্থল থেকে আঘাতকারী তমোহিরো ইওয়াজাকিকে আটক করেছে পুলিশ। পপ স্টার মায়ু তোমিতার অন্ধ ভক্ত ইওয়াজাকি।

হামলা করার কারণ হিসেবে ইওয়াজাকি জানিয়েছেন, মায়ু তোমিতাকে তিনি উপহার পাঠিয়েছিলেন কিন্তু তিনি তা ফেরত দেন। এ জন্য তার ওপর ক্ষোভের সৃষ্টি হয়।

ভক্ত ইওয়াজাকির ব্যাপারে গত মাসে কয়েকবার পুলিশকে অবহতি করেন ২০ বছর বয়সি শিল্পী তোমিতা। জাপানের গণমাধ্যমে বলা হয়েছে, তোমিতার টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে অশালীন মন্তব্য করতে থাকেন ইওয়াজাকি। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দেন তোমিতা।

গ্রেপ্তারের পর ইওয়াজাকি পুলিশকে জানান, একটি স্টেশনে অতির্কিতে তোমিতার দিকে ধেয়ে যান এবং তার দেওয়া পুরস্কারের বিষয়ে জানতে চান। ইওয়াজাকির ভাষ্য, ‘তিনি আমার প্রশ্নের সঠিক জবাব না দেওয়ায় আমি ধৈর্য হারা হয়ে পড়ি।’

কলেজের পড়া শেষ করার সময় থেকে পপ স্টার ও অভিনেতা হিসেবে কাজ শুরু করেন তোমিতা। অল্পদিনে তিনি জনপ্রিয়তা পান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই