ভণ্ড গুরুর পোষা সাপ হঠাত্‍‌ কামড়াল ভক্তকে, তারপর…

তিনি ছিলেন স্বঘোষিত গুরুদেব। তুকতাক, ঝাড়ফুঁক করে রোগ সারানোর বুজরুকি শুরু করেছিলেন। রবিবার বাবুরাম নামে এক ব্যক্তির ডাকে তার বাড়িতে গিয়েছিল তুকতাকের মাধ্যমে রোগ সারিয়ে পরিবারের মঙ্গল করতে। কিন্তু ভাগ্য বেগতিক! ভোপা নামে ওই ভণ্ড সাধুর পোষা সাপের ছোবলেই মৃত্যু হল বাবুরামের। বেগতিক দেখে পলাতক ভোপা।

ভারতের রাজস্থানের যোধপুরের একটি গ্রামের ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূজা করতেই ভোপাকে ডাকা হয়েছিল। পূজার রীতি দাবি করে বাবুরামের গলায় নিজের পোষা সাপটি সে চাপিয়ে দেয় ভোপা। তারপর শুরু করে মন্ত্র পড়া। এদিকে সাপটি খানিক বাদেই ছোবল মারে বাবুরামের ঘাড়ে। হাসপাতালে না নিয়ে গিয়ে, ভোপা বলে, সে-ই বাবুরামের বিষ ঝেড়ে দেবে। অসুস্থ বাবুরামকে সে নিয়ে যায় নিজের আশ্রমে। সেখানে দুঘণ্টা ধরে নানা মন্ত্র পাঠ করে।

বাবুরামের অবস্থা খারাপ হতে থাকলে, বেগতিক দেখে তাকে ফেলেই পালিয়ে যায় ভোপা নামে ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে বাবুরামকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে এখনও গ্রেপ্তার হয়নি ভোপা ওরফে ইন্দ্র রাম



মন্তব্য চালু নেই