ভবিষ্যতে আর প্লেন দুর্ঘটনা ঘটবে না! (ভিডিও)

বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য কেউ একজন খুব ভাল একটি পন্থা নিয়ে এসেছেন। এতে বিমান বিধ্বস্ত হবার ঘটনা ঘটলেও শত শত যাত্রীর প্রান রক্ষা করা সম্ভব হবে।

সংকটের মুহূর্তে এই বিমান দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে। এতে প্লেনের পেছনের অংশ নিরাপদে অবতরন করতে পারবে। রাশিয়ান উদ্ভাবক তার এই ধারণার একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। তাতারেঙ্কো ভ্লাদিমির নিকেলোভিচ নামের ঐ উদ্ভাবক প্রায় তিনবছর ধরে বিমান নিরাপত্তামূলক এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন।

তাতারেঙ্কো ভ্লাদিমির নিকেলোভিচ ডেইলি মেইলকে বলেন, উড্ডয়ন, অবতরণ কিংবা উড়ন্ত অবস্থায় দুর্ঘটনার শিকার হলে বিমানটি নিরাপদে স্থলে কিংবা পানিতে যাত্রীদের নামিয়ে দিতে সক্ষম হবে।

তিনি ভিডিওর মাধ্যমে বুঝাতে চেয়েছেন, দুর্ঘটনার সময় প্লেনের পেছনের অংশ আলাদা হয়ে প্যারাসুটের মাধ্যমে ডাঙ্গায় বা পানিতে পতিত হবে। এতে যাত্রীদের অবতরণে কোন সমস্যা হবে না।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই