ভর্তি পরীক্ষার জালিয়াতি, জবি ছাত্রসহ আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তাদের আটক করা হয়।

তিনজনের মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম এবং শরীফ হাসান খান ও মোহম্মদ হোসেন নামে অপর দুই পরীক্ষার্থী ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় আটক হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মিরাজকে রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপর দুজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক বলেন, আটকের পর জালিয়াতি চক্রের তিনজনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই