ভাঙ্গায় ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গার হাটে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। দুপুরেই ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হোসেন আটককৃত কারেন্ট জাল বিশ্বরোড বালুরমাঠে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সনদীপন মজুমদার জানায়, বেশ কিছু দিন যাবৎ ভাঙ্গার হাটে পাইকারী ভাবে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগ ছিল। এতে করে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় দুপুরে জাল বিক্রির হাটে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা সমমুল্যের জাল আটক করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অর্ধশতাধীক কারেন্ট জাল বিক্রেতা এবং বাজারে জাল ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে পালিয়ে যায়। তবে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।



মন্তব্য চালু নেই