টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

তাজিকিস্তানের দুশানবেতে রোববার ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন। অপর গোলটি করেছে আনুচং মোগিনি।

গ্রুপপর্বে এই ভারতকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। রোববার ফাইনালেও শুরু থেকেই ভারতীয় মেয়েদের রক্ষণে আক্রমণ শানাতে থাকে তহুরা, আনুচংরা।

ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেয় তহুরা। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আনুচং।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তহুরা, বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে।

2016_05_01_19_51_04_7MEtXtbvmhyXXda4nyYvC93RTyDrbI_original

এরপর ৬৩ মিনিটে তহুরা হ্যাটট্রিক পূরণ করলে স্কোরলাইন হয়ে যায় ৪-০। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ভারতের মেয়েরা।

গ্রুপপর্বে এই ভারতকে ৩-১ গোলে হারানোর পর নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠেছিল বাংলাদেশের মেয়েরা।

সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে গুঁড়িয়ে ফাইনালে পা রাখে তারা। গ্রুপপর্বে হারানো ভারতকে ফাইনালে পেয়ে আরেকটি বড় জয়ে চ্যাম্পিয়ন হলো মার্জিয়ার দল।

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গত আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।



মন্তব্য চালু নেই