ভারতীয় ক্রিকেটেও নিরাপত্তা দুশ্চিন্তা

হঠাৎ করেই যেন পুরো দক্ষিণ এশিয়ার ক্রিকেটাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা উঠেছে। অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে সফর স্থগিত করলো, দক্ষিণ আফ্রিকা নারীদলও জানিয়ে দিল তারা নিরাপদ বোধ করছেনা। এদিকে দক্ষিণ আফ্রিকা-ভারত জাতীয় দলের মধ্যকার সিরিজেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার কটকে দ্বিতীয় টি-২০ খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কটকের বারাবটি স্টেডিয়ামে৷জয়েন্ট সিটি কমিশনার আর পি শর্মা জানিয়েছেন, ‘ম্যাচ চলাকালীন ১৫০টি সিসিটিভি ক্যামেরা বসছে স্টেডিয়ামের ভিতর ও বাইরে। এছাড়া ৪টি কুইক অ্যাকশন দল, দু’টি এটিএস দল, ৩০০ জন অফিসার ও ৬৩ কোম্পানি পুলিশও থাকবে ম্যাচের সময় স্টেডিয়ামে পাহারায়। ৬০ জন সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে দর্শকদের মাঝে।’

এই কড়া নিরাপত্তার মধ্যেই শনিবার সন্ধ্যায় ধর্মশালা থেকে ভুবনেশ্বরে পৌঁছেছে দুই দল। রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দলের ক্রিকেটাররা৷

সূত্রঃ ক্রিকেট কাউন্ট্রি



মন্তব্য চালু নেই