ভারতের জেল থেকে ফিরল ১৩ বাংলাদেশি

প্রায় এক মাস ভারতের কারাগারে থাকার পর মুক্তি পেয়ে সোমবার ও মঙ্গলবার নেত্রকোনার নিজ নিজ বাড়িতে ফিরে এসেছে ১৩ বাংলাদেশি।

এরা হলেন- কলমাকান্দার আনন্দপুর গ্রামের শ্রী অঞ্জন সরকার (৪৫), নিরঞ্জন মন্ডল (৩৫), সবিতা সরকার (৩৫), ছেলে সুদীপ সরকার (৭), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিনাজুর গ্রামের বিন্দুনাল দাস (৪৫), সুনামগঞ্জের তাহিরপুর ঘোড়াঘাট গ্রামের অধীর দাস (৪০), নিয়তি দাস (৬০), সন্তোষপুরের দুলাল সরকার (২১), আকাশ সরকার (১৪), উপজেলার বাউসারী গ্রামের গোপাল ভৌমিক (৪০), শেফালী ভৌমিক (২৫), পুজন ভৌমিক (১০) ও নেত্রকোনার কলমাকান্দার কচুগড়া গ্রামের আজগর আলীর ছেলে সাহাব উদ্দিন সরকার (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে গত ২ জুলাই এই ১৩ বাংলাদেশি নেত্রকোনার কলমান্দার সীমান্তবর্তী কচুগড়া দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তোরা জেলার রংরা থানায় যায়। সেখানে স্থানীয় লোকজন তাদের আটক করে ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সেখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে। বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে একমাস করে কারাদন্ড দেন।

সোমবার ভারতীয় আদালত থেকে তারা মুক্তি পায়। গতকাল সন্ধ্যায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের পর মুক্তিপ্রাপ্তদের কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রংরা থানার এসআই সান্যাল, কলমাকান্দা থানার এসআই হাবিবুর রহমান, লেঙ্গুরা বিওপির নায়েক সুবেদার মো. মহসিন আলী উপস্থিত ছিলেন।

পরে ওই বাংলাদেশিদেরকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান, ফেরত আসাদের সবাইকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই