ভারতের নতুন কোচ অনিল কুম্বলে

দীর্ঘ এক মাসের প্রক্রিয়ায় ৫৭ জন কোচের আবেদনের প্রেক্ষিতে অবশেষে ভারতের নতুন কোচের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে।

বৃহস্পতিবার বিকেলে সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণের সমন্বয়ে গড়া ভারতের উপদেষ্টা কমিটির প্রধান সঞ্জয় জাগদালের সিদ্ধান্তেই কুম্বলের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি এই বোলারকেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই। ১৩২টি টেস্ট এবং ২৭১টি ওয়ানডে ম্যাচে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন কুম্বলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ২০০৯ সালে আইপিএলের ফাইনালে খেলেন তিনি।

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। ভারতের কোচ হওয়ার জন্য টম মুডি, স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, রবি শাস্ত্রীর মত কোচেরা আবেদন করলেও কুম্বলেকেই বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।



মন্তব্য চালু নেই