ভারতের প্রশংসা করে পাকিস্তানিদের রোষানলে আদনান সামি

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনীর অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করেছেন পাক বংশোদ্ভূত ভারতীয় গায়ক আদনান সামি। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে কাশ্মিরের ৭টি সন্ত্রাসী আস্তানায় এ ঝটিকা সেনা অভিযান চালায় ভারত।

এতে দুই পাকিস্তানি সেনাসহ ৩৮ জনের নিহতের খবর পাওয়া যায়। পরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেলে ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যের প্রশংসা করেন তিনি। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি।

তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। আমাদের সেনারা সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে।’

ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করার পরপরই পাকিস্তানিদের রোষানলে পড়তে হয় আদনান সামিকে। টুইটারে একের পর এক বিদ্রুপ, কটূক্তি ধেয়ে আসে আদনানের বিরুদ্ধে।

এর জবাবও দিয়েছেন তিনি। পাকিস্তানিদের বিদ্রুপ-কটূক্তির জবাবে তিনি বলেন,‘আমার আগের টুইট পড়ে অনেক পাকিস্তানিই রেগে গেছেন। এই রাগই প্রমাণ, তারা নিজেরাই পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের এক করে দেখেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকত্ব পান বংশোদ্ভুত এই জনপ্রিয় গায়ক।



মন্তব্য চালু নেই