ভারতের বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

শেষ হয়ে গেল ২০১৫ সাল। ক্রিকেট অঙ্গনে তাই শুরু হয়েছে বিগত বছরের হিসাব-নিকাশ। গেল বছরে কে কে হলেন বর্ষসেরা তার তালিকা প্রকাশ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার বিসিসিআই’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হবে কোহলিকে।

মহেন্দ্র সিং ধোনির অবসরের ফলে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব পান কোহলি। অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণে উদগ্রীব ছিলেন তিনি। আর এখন পর্যন্ত তাতে সফলই হয়েছেন কোহলি। শ্রীলংকার মাটিতে ভারতের ২২ বছরের জয়-বন্ধ্যাত্ব ঘোচান তিনি। ২২ বছর পর শ্রীলংকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে কোহলির নেতৃত্বাধীন ভারত।

এখানেই থেমে থাকেনি কোহলির অধিনাকত্বের চমক। দেশের মাটিতে বিশ্বসেরা টেস্ট দল দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা দেয় তার দল। তাতে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন ভারতের সাবেক খেলোয়াড়রা।

ব্যাট হাতে খুব বেশি সাফল্য না পেলেও, অধিনায়কত্ব দিয়ে দলকে সাফল্যের জোয়ারে ভাসিয়েছেন তিনি। তাই বিসিসিআই’র চোখে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কোহলি। ২০১৫ সালে নয় টেস্টে ৬৪০ রান করার পাশাপাশি ২০ ওয়ানডেতে ৬২৩ রান ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ রান করেন ভারতের টেস্ট দলপতি।

বর্ষসেরার এই তালিকায় ছিল বর্ষসেরা আম্পায়ার, নারী ক্রিকেটার, সেরা ঘরোয়া ক্রিকেটার সহ আরো অনেক পুরষ্কার।



মন্তব্য চালু নেই