ভারতের বাউল উৎসবে গাইবেন বন্যা

ভারতের বীরভূম জেলার বোলপুর সায়রবীথি কালচারাল পার্কে শুরু হতে যাচ্ছে বাউল উৎসব। এ উৎসবে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উৎসবটি আজ (১১ মার্চ) থেকে শুরু হয়ে চলবে ১৩ মার্চ পর্যন্ত।

‘বাউলে বসন্ত উৎসব ২০১৭’ শিরোনামের এ উৎসবটিতে নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠানের পাশাপাশি ১২ মার্চ দোলের দিন সকালে আবীর খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নতুন সংযোজন করা হয়েছে ‘বাউলে বসন্ত সম্মাননা’। স্থানীয় লোকশিল্পীদের নিয়ে প্রতিযোগিতা থেকে সেরা দলকে সম্মাননা দেওয়া হবে।

এতে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও থাকছেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য, ইলা মা ও আয়ুসি, গোলাম ফকির, গৌতম দাস বাউল, ঋষি (জি বাংলা সা-রে-গা-মা-পা), তীর্থ ও সহজ মানুষ এবং ভারতের আরও অনেক গুণীজন।

উৎসবটি আয়োজন করেছে ইনট্রাভেনাস এন্টারটেইনমেন্ট, কালার বাবলস এবং রকস্টার অ্যাডভারটাইজিং।



মন্তব্য চালু নেই